Rajib Ghosh– বাংলা দখলের লড়াইয়ে নেতাজীর আবেগকে হাতিয়ার করে যুযুধান দুই পক্ষ তৃণমূল-বিজেপি। প্রত্যেকেই নেতাজী সুভাষচন্দ্র বসুর 125 তম জন্ম জয়ন্তীতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বাঙালির আবেগ কে ধরতে চাইছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Bandyopadhyay ইতিমধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন এলগিন রোডে গিয়েছেন। সেখানেই তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। প্ল্যানিং কমিশনের প্রসঙ্গ তুলে আনেন, বন্দরের নাম সুভাষ বন্দর বদলে দেওয়া হল কেন এই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। মমতা বলেন, নেতাজী সুভাষচন্দ্র বসুকে আবেগ দিয়ে অনুভব করতে হয়। তার মত দেশ প্রেমিক নেই। Netaji হলেন আদর্শ, দর্শন, কর্ম। পরাক্রম দিবস বুঝিনা। দেশনায়ক দিবস হিসেবে এই দিনটি পালন করতে চাই। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশ নায়ক বলেছিলেন।Mamata-র সফরের তালিকায় Netaji-র বাসভবন এলগিন রোড ছিল না। কিন্তু পরবর্তীতে তিনি এলগিন রোডে পৌঁছে যান। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী Narendra Modi RCTC হেলিপ্যাডে নামছেন। এখান থেকে এলগিন রোডে Netaji Subhash Chandra Basu-র বাসভবনে তিনি ও যাবেন। সেখানে 15 মিনিট থাকার কথা রয়েছে তার। সেখান থেকে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল এর উদ্দেশ্যে রওনা দেবেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে কর্মসূচি পালন করে তিনি রওনা দেবেন। Prime Minister নরেন্দ্র মোদির সফর এর তালিকায় নেতাজীর বাসভবন এলগিন রোড প্রথমে ছিল না। কিন্তু তার সফরসূচিতে পরবর্তীতে এলগিন রোড বাসভবনকে রাখা হয়। কারণ মনে করা হচ্ছে বাংলা দখলের লড়াইয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে তার এই সিদ্ধান্ত। রাজ্যে 2021 এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেতাজী কার? সেই নিয়ে TMC এবংBJP- র মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে। বাঙালির আবেগ কে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনে যাতে রাজ্যের ক্ষমতা দখল করা যায় সেই লক্ষ্যে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী কে লক্ষ্য করেছে দুই রাজনৈতিক দল। এখন দেখার বিষয় নেতাজী কে সামনে রেখে বাঙালির আবেগ কে হাতিয়ার করে নির্বাচনে জয় লাভ করে বাংলার ক্ষমতা কে দখল করতে পারে?
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.