Rajib Ghosh– যারা দল ছেড়ে চলে যাচ্ছে তারা TMC-র এঁটো উচ্ছিষ্ট। ফলে তৃণমূলের কোনো ক্ষতি হবেনা। দল থেকে এক্সট্রা মেদ ঝরে যাচ্ছে। এখন যারা রয়েছে তারা সত্তিকারের Soldier আর সেই কারণেই গান বাজছে, খেলা হবে। নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাজীবের পদত্যাগ প্রসঙ্গে বক্তব্য রাখলেন TMC নেতা মদন মিত্র। এদিন কেশপুরের আনন্দপুর মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল। Subhendu Adhikari-র পাল্টা জনসভায় TMC নেতা মদন মিত্র এদিন বলেন, এটা সৌমিত্র খাঁর ডিভোর্সের নোটিশের মত নয়। কোথায় কে কখন অভিমান করছে সেটা বলতে পারবো না। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় কে যখন মন্ত্রী করা হয়েছিল তখন তার অভিমান হয়েছে বলে আমরা দেখিনি। তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে Rajib Bandyopadhyay-এর পদত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করে এই কথা বললেন Madan Mitra প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী BJP-তে যোগদানের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় পরপর জনসভা করে চলেছেন। তিনি যেখানে সভা করছেন তার কয়েক দিনের মধ্যেই সেখানে পাল্টা সভা করার আয়োজন করছে TMC সেই সভায় তৃণমূলের হয়ে বিজেপিকে এবং শুভেন্দু অধিকারী কে আক্রমণ করছে মদন মিত্র, কুনাল ঘোষ, ছত্রধর মাহাতোরা। সেই প্রসঙ্গে এদিন দীঘা থেকে BJP-র জনসভায় শুভেন্দু অধিকারী TMC-র মদন মিত্র, কুনাল ঘোষ দের নাম না করে আক্রমণ করেছেন। তাদের উদ্দেশ্যে নাক কাটা কান কাটা বলেও মন্তব্য করেন শুভেন্দু।