Rajib Ghosh– বহিষ্কার করা হল বালির TMC MLA বৈশালী ডালমিয়া কে। বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠ বৈশালী ডালমিয়া কে বহিস্কার করল তৃণমূল। রাজীব ইস্তফা দেওয়ার পর বৈশালী ডালমিয়া বলেছেন, সব দেখে বোঝা যাচ্ছে তৃণমূলে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কিছুদিন আগে আরেক মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল ইস্তফা দিয়েছেন। সেদিন তিনি বলেছেন, উইপোকার মতো দলকে কেউ কুরে খাচ্ছে। বেশ কিছুদিন ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্ল, প্রবীর ঘোষালের মতো বৈশালী ডালমিয়াও দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছিলেন। দলের কাজকর্ম নিয়ে সরাসরি অভিযোগ করছিলেন তিনি। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে TMC বৈশালী ডালমিয়া কে কেন বহিষ্কার করল? অনেকের মতে, বৈশালী ডালমিয়া প্রকাশ্যে দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করার ফলে দলের ক্ষতি হচ্ছিল। দলের মধ্যে এই পরিস্থিতিতে যে অস্বস্তি তৈরি হচ্ছে সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তৃণমূল নেতাদের কথায়, দলের কর্মীরা খুশি হবেন। প্রসঙ্গত, 30 জানুয়ারি রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে পারেন। তার আগে তৃণমূলের একাধিক MLA, Minister-রা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করায় BJP যোগের জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহর সভায় রাজীব, বৈশালী, প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, বিধায়ক প্রবীর ঘোষাল BJP-তে যোগ দিতে পারেন। তবে এই বিষয়ে তাদের কাছ থেকে কোনো কিছু জানা যায়নি। বিধানসভা নির্বাচনের আগে TMC-র ভাঙ্গন দলের সাংগঠনিক পরিস্থিতিকে যথেষ্ট সমস্যায় ফেলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.