Rajib Ghosh– রাজীব বন্দ্যোপাধ্যায় এর মত ভাল এবং সৎ নেতাকে দলে স্বাগত জানানোর জন্য BJP তৈরি আছে। জানিয়ে দিলেন রাজ্যে BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যপাল জগদীপ ধনকার এর কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়ে আসেন। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর তার BJP-তে যোগ নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ২৩ শে জানুয়ারি যখন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর রয়েছে তার আগেই তার এই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে BJP-র Central Observer কৈলাস জানান, যারা বাংলার উন্নয়ন চান, সোনার বাংলা গড়তে চান, TMC-তে তাদের দম বন্ধ হয়ে আসছে। ভালো এবং সৎ নেতা রাজীবের আত্মমর্যাদা আছে। তিনি যদি BJP-তে যোগ দিতে চান তাকে স্বাগত জানানো হবে। তবে রাজীবের প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, যারা পরিবর্তন চান তারা আমাদের দলে যোগ দিতে পারেন। মানুষ পরিবর্তন চাইছে। আমরা আমাদের শক্তির উপর লড়ছি। যারা যোগ দিতে চান তাদের দলে স্বাগত। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথায়, ভোটের আগে দিদিমণির সঙ্গে কেউ থাকবে না। TMC ৩-৪ জনের দল হয়ে থাকবে। বেশ কিছুদিন ধরেই বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছিলেন। ফেসবুক লাইভে ও তার সেই ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। তবে এদিন ইস্তফাপত্র দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে তিনি কেঁদে ফেলেন। সরাসরি Mamata-র বিরুদ্ধেই সৌজন্য না দেখানোর জন্য দুঃখ প্রকাশ করেন। এর পরেই তার গেরুয়া শিবিরে যোগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে রাজীবের বিষয়ে BJP MP অর্জুন সিং জানান, রাজীবকে ভারতীয় জনতা পার্টি স্বাগত জানাবে। রাজীবের BJP-কে দরকার আছে। বিজেপির রাজীবকে প্রয়োজন রয়েছে। BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান জনগণের মধ্যে যে সমস্ত নেতাদের জনপ্রিয়তা আছে তাদের BJP-তে স্বাগত জানাতে হবে, বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।