Rajib Ghosh– রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশন। সেই কারণে তারা ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছেন। মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরার নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসেছে। রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে যেমন কমিশনের পক্ষ থেকে বৈঠক করা হবে ঠিক পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে সমস্ত অভাব-অভিযোগ শুনবে নির্বাচন কমিশন। এদিন TMC, BJP এবং CPI{M}-এর পক্ষ থেকে প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা তাদের অভিযোগ জানান। TMC-র প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। তারা Election Commission-এর সঙ্গে আলোচনায় অভিযোগ করেন, রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতে BSF গ্রামবাসীদের গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য শাসাচ্ছে। কমিশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। BJP-র পক্ষ থেকে সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় কমিশনে অভিযোগ জানান। সেখানে একটি সাত পাতার চিঠি দিয়ে BJP-র পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট খারাপ। বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। লোকসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীকে অনেক জায়গায় বসিয়ে রাখা হয়েছিল। কাজ করতে দেওয়া হয়নি। বিধানসভা নির্বাচনে যেন তার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানান Mukul Roy CPI(M)-র প্রতিনিধি দলের পক্ষে ছিলেন রবীন দেব এবং শমীক লাহিড়ী। তারা কমিশনকে অভিযোগ জানান, বাংলায় তৃণমূলের আমলে শান্তিপূর্ণ ভোট সোনার পাথর বাটির মত। মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের Full Bench-র কাছে তাদের অভিযোগ জানানো হয়েছে।