Rajib Ghosh–. পাঞ্জাবের কৃষক সংগঠনগুলি কেন্দ্রের প্রস্তাব নিয়ে সিঙ্ঘু সীমানায় বৈঠকে বসছে। সেই বৈঠক মিটলে দুপুরে সংযুক্ত কিষান মোর্চা বৈঠক করবে। সেখানে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রস্তাব মেনে নেওয়া হবে নাকি প্রত্যাখ্যান করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে ৪০ টি কৃষক সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে নয় দফায় বৈঠক হয়েছে। তবুও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। কেন্দ্র আগামী দেড় বছরের জন্য এই কৃষি আইন স্থগিত করার প্রস্তাব দিয়েছে। যা নিয়ে কৃষক সংগঠনগুলির দিন বৈঠকে বসতে চলেছে। তিনটি কৃষি আইন বাতিল এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইনি বৈধতা দেওয়ার ব্যাপারে দুই পক্ষের বৈঠকে ঐক্যমতে পৌঁছানো যায়নি। তবে কেন্দ্রের দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত করার প্রস্তাবে বৈঠকে যোগদান কারী কৃষক সংগঠন এর অধিকাংশ প্রতিনিধি রাজি হননি। তারা আলোচনা করে কেন্দ্রের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাবেন। প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কৃষকদের ট্রাক্টর প্যারেড প্রসঙ্গে কেন্দ্রের মামলা দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট জানায়, কৃষকদের কর্মসূচিতে হস্তক্ষেপ করা অনভিপ্রেত হবে। আইন-শৃংখলার বিষয়ে পুলিশ দেখবে। দেশের শীর্ষ আদালত কোনো হস্তক্ষেপ করবে না। তারপর কেন্দ্র মামলা প্রত্যাহার করে।