“উনি বড্ড ঘনঘন হাঁটছেন, একটু কম কথা বলতে বলুন।” সিপিআইএম নেতা মহম্মদ সেলিমকে কার্যত এভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে কটাক্ষ করে এদিন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম সোশ্যাল মিডিয়ায় বলেন, রাজীব কুমারকে বাঁচাতেই দিল্লি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গেই এদিন সুদীপ বাবু আরো বলেন, “রাজীব কুমারের বিষয়টা আদালতের বিচারাধীন বিষয়। এনিয়ে কোনও মন্তব্য করবো না।”
এদিন মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে যে তিনজন নেতা কথা বলছেন, তাঁরা নিজেরাই ভোটে জিততে পারেননা। তাই তাঁরা কি বললেন, তাতে দেশের কোনও কিছু আসে যায় না।”
উল্লেখ্য, এদিন বারাসত আদালতে একটি মামলার শুনানিতে আসেন সুদীপ বাবু। সেখানে এসেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে কার্যত একহাত নেন তিনি। বিরোধীদের কার্যত কটাক্ষের সুরে তিনি বলেন, “প্রতিপক্ষের কয়েকজন এবিষয়ে কথা বলছেন। আর কেউ কি কিছু বলছেন?” এমনকি যারা এনিয়ে অভিযোগ করেছেন তাঁদেরই কারণ বুঝিয়ে বলার কথা বলেন তিনি।