‘‘মুখ্যমন্ত্রী গতকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন। হঠাৎ এখন দেখা করতে যাচ্ছেন। এটা আদৌ রাজনৈতিক কারণে কিনা, তা ভারতীয় জনতা পার্টির পক্ষে বলা সম্ভব নয়’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্ভাব্য বৈঠক সম্পর্কে এমনই জবাব দিলেন বিজেপি নেতা মুকুল রায়।
সাবধানী মুকুলের এদিন সাফ জবাব, ‘‘ফেডারেল স্ট্রাকচারে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রী আদৌ তাঁকে সময় দেবেন কিনা, তা একান্তই তাঁর বিষয়।’’
বিজেপি নেতা মুকুল রায় এদিন বেশ সাবধানী জবাব দিলেন মোদি-মমতার সাম্ভাব্য বৈঠক নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তিনি বলেন, ‘‘আমাদের দেশের প্রশাসনিক কাঠামো অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সময় দেবেন কিনা, সেটা তাঁর বিষয়।’’ এখানেই শেষ নয়, সাবধানী মুকুলের এদিন সাফ জবাব, ‘‘এই নিয়ে কোনও রাজনৈতিক দলের মন্তব্য করা ঠিক নয়।’’
প্রসঙ্গত উল্লেখ্য, হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন রাজীব কুমার।
রাজীব কুমারের এই আবাদনের পরই পাল্টা শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। এই নিয়ে দিনভর তোলপাড় ছিল রাজ্য রাজনীতি। তবে, দিনের প্রায় শেষের দিকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার খবর ফাঁস হয়। এরপরেই শুরু হয় জোর জল্পনা। ঠিক কি কারণে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো? রাজনৈতিক মহলের প্রশ্ন, হঠাৎ কেনই বা তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন?
এপ্রশ্নের উত্তর অবশ্য সময়ই বলবে।