“রাজনীতির বাজার থেকে তৃণমূল নামক রাজনৈতিক দ্রব্যটি ধীরে ধীরে অবুলপ্তি হয়ে যাচ্ছে” অনুব্রত মন্ডলের গড়ে দাঁড়িয়ে তৃণমূলকে কার্যত এভাষাতেই আক্রমণ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ।
গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদর নিঃস্বার্থ মুক্তির দাবীতে এদিন পথ অবরোধ করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা।
পুলিশের কথা অনুযায়ী বিকেলবেলা সদাইপুর থানা থেকে তাঁদের মুক্তি দেওয়া হবে। সেই মতোই এদিন বিকেলে সদাইপুর থানায় উপস্থিত হন ভারতী ঘোষ। নিঃশর্ত মুক্তি তো দূরের কথা এদিন জেলা সভাপতি সঙ্গে দেখাও করতে দেওয়া হয় নি বলে অভিযোগ করেন তিনি। এমনকি সদাইপুর থানায় পর্যন্ত ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, এর পরেই পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
সেখান থেকে বেরিয়ে ভারতী ঘোষের দাবি, “পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।” এমনকি তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের গুলি করে খুন করছে বলেও অভিযোগ করেন তিনি।