‘‘ছোটবেলায় আমরা মনে মনে পিঠে খেতাম, সেরকম মনে মনে বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতনবৃদ্ধির ঘোষণাকে কার্যত এভাষাতেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে সরকার।
এখানেই থেমে থাকেননি তিনি। এদিন রাজ্যের বিরুদ্ধে সূর চড়াতে তিনি আগের ডিএ-বৃ্দ্ধির প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ‘‘এর আগেও সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। সেই টাকা কি কেউ এখনও চোখে দেখতে পেয়েছ? সবটাই মনে মনে হয়েছে।’’
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২০-এর জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই দিলীপ বাবুর কটাক্ষ, ‘‘আপাতত কর্মচারীদের হাতে শুধুই পেনসিল রইল।’’
প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে শুক্রবার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করার কথা ঘোষণা করেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারীদের সংগঠনের সভায় এই ঘোষণা করেন তিনি।