‘‘তারিখটা লিখে রেখে দিন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২২০ টা থেকে ২৩০ টা আসন পাবে তৃণমূল’’ দিলীপ ঘোষের পাল্টা বাণ এবার অনুব্রত মণ্ডলের।
উল্লেখ্য, বুধবার দিনভর বীরভূমেই কাটান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়েই এদিন রাজ্য বিজেপি সভাপতি দাবি করেন, ‘‘মানুষ তাঁকে প্রত্যাখান করেছে, মানুষ আর তাঁদের সঙ্গে নেই।’’ এমনকি পুরো বীরভূমকে বোমা বারুদের কারখানা বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তৃণমূল নেতাদের বাড়িগুলোকে তার স্টোররুম বলেও কটাক্ষ করেন মেদিনীপুরের সাংসদ।
এরপরেই আসড়ে নেমে পড়েন অনুব্রত মণ্ডল। রাজ্য বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘পাগলের মতো কথাবার্তা বলছেন। একুশের ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। খেটে খাওয়া মানুষ, বড়লোক, গরীব সমাভ ভোটে দেবে মমতা ব্যানার্জীকে দেখেই।’’ ২০২১শে যে ফের একবার ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন ফের একবার এই দাবিও করলেন অনুব্রত মণ্ডল। তাঁর মতে, ২০২১এর নির্বাচনে তৃণমূল ২২০ থেকে ২৩০ টা আসন পেতে চলেছে।