মঙ্গলবারের পর বুধবার, ফের মধ্য কলকাতায় ভেঙে পড়ল বাড়ি। বুধবার সকালে ৯নম্বর স্যাঁকরাপাড়া লেনের একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। সামনের সরু গলিতে বাড়ির ভাঙা অংশ পড়ে তা বন্ধ হয়ে যায়। যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার ১৩এ দুর্গা পিতুরি লেনের একটি তিনতলা বাড়ির ভেঙে পড়ে। একটি কোলাপসবল গেট ছাড়া পুরো বাড়িটাই ভেঙে পড়ে। এরপর মঙ্গলবার বিকেল থেকেই ফাটল দেখা গিয়েছিল স্যাঁকরাপাড়া লাগোয়া হিদারাম ব্যানার্জী লেন ও গৌর দে লেনের একাধিক বাড়িতে। এরপরই কলকাতা পুরসভার পক্ষ থেকে সেইসব বাড়ি গুলো চিহ্নিত করা হয়।
উল্লেখ্য, বউবাজারের নীচে টানেল বোরিং মেশিন ঢোকাননোর আগেই এলাকার বেশ কিছু দুর্বল বাড়ি চিহ্নিত করে। এরপরেই সেগুলিতে লোহার খাঁচার সাপোর্ট দেওয়া হয় কলকাতা পুরসভার পক্ষ থেকে। কিন্তু, লোহার যে খাঁচাটি মাটির ওপর দেওয়া হয় সেই মাটিই বসে যায়, যার ফলে আলগা হয়ে যায় সাপোর্ট। এরপরেই একের পর এক বাড়িতে ফাটল দেখা যায়।