রাজ্যে দ্রুত রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ। বিজেপি সাংসদ অর্জুন সিং ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী লপালনের পাশাপাশি এই দাবি তুললেন তিনি। সোমবার সকাল থেকেই দূর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচী চালায় বিজেপি কর্মীরা। এখানেই থেমে থাকেননি তিনি। বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে তিনি কাশ্মীরের তুলনাও করেন।
এখানেই থেমে থাকেননি সুজাতা খাঁ। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক সুরে কথা বলেন তিনি। এদিও তার ব্যতিক্রম হল না। রাজ্যের মানুষ যে তৃণমূলের ওপর বিতশ্রুদ্ধ এদিনের প্রতিবাদ সভা থেকে সেবিষয়ে আরও একবার মনে করিয়ে দেন তিনি। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে সূর চড়িয়ে তিনি বলেন, ‘‘নবান্নের ১৪তলা থেকে ওঁকেই না টেবিল চেয়ার সমেত গঙ্গায় ছুঁড়ে ফেলে দেয় মানুষ।’’
ওপরদিকে দোষীদের শাস্তির দাবিতে এদিন ৬০নং জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা। ওপরদিকে বাঁকুড়া পুলিশ সুপারের দফতরের সামনেও বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশো কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ, তৈরি করা হয় ব্যারিকেডও।
ভবিষ্যতে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি বিবেকানন্দ পাত্র।