‘বিজেপিকে আটকানোর জন্য এবারে সিপিএমকে খুশি করছেন তিনি’ জ্যোতি বসুর নামের জমি সিপিএমকে দেওয়া প্রসঙ্গে তৃণমূল তথা রাজ্য সরকারকে এভাষাতেই আক্রমন করলেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এবারে শ্যামাপ্রসাদ মুখার্জীর নামেও রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হবে বলেও জানান তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরো বলেন, ‘বিজেপির আতঙ্কে দোকান খুলে চা খাইয়ে সিপিএমকে খুশি রাখতে চাইছেন তিনি’
বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতিতে দেবশ্রী রায়ের নাম নিয়ে বেশ চর্চা চলছে তা আর বলার অপেক্ষা রাখে না। দিল্লীতে শোভন-বৈশাখী যোগদানের দিন আচমকাই সেখানে পৌঁছে যান দেবশ্রী রায়। এবারে কি তবে পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন রায়দিঘির সাংসদও?
এই নিযে কম জল ঘোলা হয় নি বিজেপির অন্দরেও। তবে, দেবশ্রী রায় বিজেপিতে এলে যে তাঁদের কোনো আপত্তি নেই তার ইঙ্গিতও এদিন দেন রাজ্য বিজেপি সভাপতি। তবে এখনও সেরকম পরিবেশ তৈরি হয়নি বলেও জানান তিনি। দেবশ্রী রায় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশ মজা করেই তিনি বলেন, ‘দরজা তো সবার জন্যই খোলা আছে। খোলা না থাকলে আপনারা এলেন কিভাবে?’
তবে, ভবিষ্যতে আরো কেউ আসতে চাইলে সে বিষয়ে দলের সঙ্গে কথা বলে তবেই সব ঠিক করা হবে বলেও জানান তিনি।
এখানেই থেমে থাকেননি তিনি। এসিন একাধিক প্রসঙ্গে রাজ্য সরকারকে একহাত নেন রাজ্য বিজেপি সভাপতি।