‘গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে নেই। গোষ্ঠীদ্বন্দ্ব, নোংরামি, বর্বরতা এসব কিছু বিজেপি করে না। এগুলো সব তৃণমূলে আছে। যার মূল শিক্ষা আসে কালিঘাট থেকে’ তৃণমূলের বিরুদ্ধে এমনি আক্রমনাত্মক অভিযোগ আনলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের স্ত্রী সুজাতা খাঁ।
উল্লেখ্য, এদিন বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া গ্রামে বিজেপির একটি মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, এদিন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা-য়ের স্ত্রী সুজাতা খা-য়ের নেতৃত্বে একটি মিছিল বের করেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ, মসজিদতলা এলাকায় তৃণমূলের কিছু কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি কর্মদের। বচসার কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ শুরু হয় দু দলের মধ্যেই। বিজেপি কর্মীদের অভিযোগ তাঁদের দলের দু জন কর্মী আহত হন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কর্মীরা।
অপরদিকে সুজাতা খাঁ-য়ের দাবি, ‘তৃণমূল নেতৃত্বর পাশাপাশি তাঁদের সঙ্গে পুলিশও জড়িত ছিল।’
এমনকি বিজেপি কর্মী তন্ময় সাঁতরার মৃত্যুর জন্যও সরাসরি তৃণমূলের দিকে এগুলি তোলেন বিষ্ণুপুরের সাংসদের স্ত্রী।