বুদ্ধিজীবীরা কেন একতরফা দেখেন। তারা কি সব দিক দেখতে পান না? তাই তারা সবসময় একটি বিশেষ দিক তুলে ধরেন? তাদের দৃষ্টিভঙ্গি একপেশে। এই অভিযোগ, বিজেপি নেতা প্রণয় রায়ের।
অপরাধমূলক কাজে প্ররোচনা দেওয়া থেকে শুরু করে শিক্ষকদের মারধর, আবার কখনও দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। সব মিলিয়ে মিশিয়ে গুরুতর এই সব অভিযোগের তীর এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দল তো দল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন জবাবদিহি করতে হচ্ছে বিরোধী দল বা জনসাধারণের কাছে। এর ফলে দিদির তুঙ্গস্ত বৃহস্পতি নামতে নামতে ঠেকেছে পায়ের নিচে। বিরোধী দলের এক কথা শাক দিয়ে মাছ ঢাকা আর যাচ্ছে না। দলটা একবারে পচে গেছে। বিধানসভা নির্বাচনে এখন শুধু ছুঁড়ে ফেলে দেওয়ার অপেক্ষা। একের পর অভিযোগ কেন মুখ্যমন্ত্রী বা দলের বিরুদ্ধে তারই বিশ্লেষণ করলেন বিজেপি নেতা প্রণয় রায়।