আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। কাটমানি ফেরতের বিষয়ে এদিন তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ২০টা কাউন্সিলরকে দাঁড় করিয়ে বলুক এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি বলছি উনি এটা করতে পারবেন না।’
কাটমানি ফেরতের প্রসঙ্গ উঠে আসতেই তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দলের সৃষ্টি হয়েছে তা আর নতুন করে বলার কিছু নেই। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর। এবিষয়ে এদিন চাঁছাছোলা ভাষায় অরুণাভ বাবু বলেন, ‘চোরে চোরে মাস্তুতত ভাই হয়। আবার এর বিপরীত হয়ে গেলেই ভয়ানক হয়ে দাঁড়ায়।’
কারো বিরুদ্ধে অভিযোগ এলে তার মোক্ষম জবাব দেওয়া উচিত বলেও দাবি করেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বার বার দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। কিন্তু কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে সে বিষয়ে মুখ খুলতে দেখা যায় নি।
এদিন এ বিষয়ে অরুণাভ বাবু বলেন, ‘ভাইপোর বিরুদ্ধে অভিযোগ হলে তিনি কেন চুপ থাকেন? উত্তর না দিলে তিনিও তো দায়ী। কারণ তাঁর সরকারের আমলে এসব হচ্ছে।’
এমনকি উনি সমস্ত বিসয় অস্বীকার না করায় বিষয়টা খুবই খারাপ দিকে এগোচ্ছে বলেও জানান তিনি।
রাজনীতিতে অভিযোগ এবং তার পাল্টা উত্তর দেওয়ার রেওয়াজ চলে আসছে বহুদিন ধরেই। এর উদাহরণ হিসেবে প্রফুল্ল সেন ও জ্যোতি বসুর প্রসঙ্গও টেনে আনেন তিনি।
বর্তমানে রাজ্য রাজনীতিতে প্রশান্ত কিশোর নামটি প্রায়ই আলোচনার বিষয় উঠে আসছে। প্রশান্ত কিশোরকে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন সেদিন থেকে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। এবিষয়ে এদিন অরুণাভ বাবু বলেন, ‘ সত্যি যদি প্রশান্ত কিশোরকে মমতা নিয়ে থাকেন, তাহলে ওর দুর্দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে।’