পরপর দুবার মুখ্য মন্ত্রীকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া নিয়ে কম জলঘোলা হয়নি৷ গাড়ি থেকে নেমে ধেয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তার কথায় তাকে খিস্তি করা হয়েছে। এই ঘটনায় ভাটপাড়ার এখনও জারি ধরপাকড়৷ তারই মাঝে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি৷ এবার তৃণমূলের শীর্ষস্তরের নেতা-মন্ত্রীকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ তৃণমূলের সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে এবার উত্তপ্ত উত্তর ২৪ পরগনা কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন কেজিয়ার পথ৷ মোতায়েন করা হয়েছে পুলিশ ও ব়্যাফ৷  লোকসভা নির্বাচনে এ রাজ্যে ১৮টি আসন দখল করেছে বিজেপি৷ তুলনামূলক খারাপ ফল হয়েছে তৃণমূলের৷ ফলাফল প্রকাশের পরই পথে নেমে আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার নৈহাটিতে সভা করেন তিনি৷ ওইদিনই ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে বারবার বাধাপ্রাপ্ত হয়  মুখ্যমন্ত্রীর কনভয়৷ এই ঘটনায় জারি গ্রেপ্তারি৷ রাজনৈতিক চাপানউতোর জারি রয়েছে৷ তার মাঝে শনিবার কাঁচরাপাড়ায় তৃণমূলের কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ঘিরেও ফের অশান্তি৷ তৃণমূলের দাবি, এদিন সকাল থেকে দলীয় কার্যালয়ের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হন৷ বেলার দিকে একে একে জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, মদন মিত্রের মতো শীর্ষস্তরের তৃণমূল নেতারা দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন৷ অভিযোগ,সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা  তাঁদের লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকে৷ প্রথমে পুলিশ ওই বিজেপি কর্মী সমর্থকদের হঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে৷ তবে তাতে কোনও লাভ হয়নি।