লোকসভা নির্বাচন ২০১৯ শেষের পর সাধারণ মানুষের আশা প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে। ভোটের এই ফলাফলে সাধারণ মানুষের প্রাপ্তি ঠিক কি হলো? এই নির্বাচনের ফলাফল থেকে সাধারণ মানুষ ঠিক কি পেলো? এই বিষয়ে বিশিষ্ট সাংবাদিক সুজিত রায় বলেন,’এবারের লোকসভা নির্বাচনে প্রাপ্তিযোগ অনেক কিছুই। আঞ্চলিক দল, আঞ্চলিক রাজনীতি একেবারেই শেষ হয়ে গেলো। যে রাজনীতি দেশকে অনেকটাই পিছিয়ে দিচ্ছিল তা একেবারেই শেষ হয়ে গেলো।’
জিএসটি হোক বা নোট বাতিল হোক, মোদি সরকারের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছেন বিরোধীরা। তবে, বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে ফের মোদির ওপরই ভরসা রেখেছেন সাধারণ মানুষ। তাই এবারে মোদির কাছ থেকে তাঁদের প্রত্যাশা স্বাভাবিক ভাবেই অনেকটাই বেশি।
এ বিষয়ে বিশিষ্ট সাংবাদিক অশোক সেনগুপ্ত বলেন, ‘এবারে যেহেতু মোদি বিপুল ভোটে জয় পেয়ে ফের মসনদে এসেছেন তাই সাধাৰ মানুষের প্রত্যাশাও অনেকটা বেশি। তিন তালাক থেকে শুরু করে এনআরসি সবকিছুরই স্থায়ী সমাধান চাইবে সাধারণ মানুষ।’