বামেদের ভোট রামেতে যাওয়ার ফলেই কি এরাজ্যে বিজেপির এই ফলাফল? এমন কথা কিন্তু উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। এমন কি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমন দাবি করে আসছেন বারবার। এবিষয়ে বিশিষ্ট আইনজীবী অরুনাভ ঘোষ জানান, ‘ ভোটার কারও কন্ট্রোলে থাকেননা। ভোটাররা পলিটিক্যালি অনেক এগিয়ে। এই লোকগুলোকে এত নীচু করো না।’ এদিন তৃণমূলের বিরুদ্দে ক্ষোভ উগড়ে এদিন অরুনাভ বাবু দাবি করেন, ‘মমতার প্রতি বিদ্বেষে, একে শাস্তি দিতে হবে বলেই সমস্ত অন্য দলের লোকেরা বিজেপিকে ভোট দিয়েছেন।’
এর আগে ক্যাম্পেন কলিং মিডিয়ায় এক সাক্ষাতকারে অরুনাভ ঘোষ জানান, ‘বিজেপি যদি আসে তাহলে তৃণমূলের ছাল-চামড়া তুলে নেবে।’ এপ্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘যেদিন কেন্দ্রীয় বাহিনী এরাজ্য থেকে তুলে নেওয়া হবে সেদিন দেখবে রাজ্যের পরিস্থিতি কি হয়।’ এখানেই থেমে থাকেননি তিনি, এদিন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, ‘তৃণমূল পুলিশ দিয়ে মারপিট করাবে। এতদিন যেভাবে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে রাজনীতি করেছে তা পুলিশের মাধ্যমেই। যার জন্যই তার বহিপ্রকাশ ঘটছে এভাবেই।’
অরুনাভ ঘোষের পুরো সাক্ষাৎকারটি দেখতে ক্লিক করুন নীচের লিঙ্কে