নির্বাচনের ফল ঘোষণার পর 5 মে থেকে সার্বিক টিকাকরণ শুরু করব আমরা। 18 বছর থেকে যে চাইবে সেই পাবে। সম্পূর্ণ বিনা পয়সায় সরকার থেকে আমরা প্রতিষেধক কিনে দেব। এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন দক্ষিণ দিনাজপুরের তপনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সেখানে বিনামূল্যে সার্বিক টিকাকরণের ঘোষণা করেন তিনি। 2 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তারপরেই 18 বছরের উর্ধ্বে সবাইকে বিনা পয়সায় করোনার প্রতিষেধক দেওয়া হবে বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান কলকাতাসহ শহরাঞ্চলে যেহেতু অতিমারির প্রকোপ সবচেয়ে বেশি তাই প্রথমে সেখানেই টিকাকরণ শুরু হবে। তারপর একে একে জেলাগুলিতে টিকাকরণের কাজ শুরু করা হবে। মমতা আরো বলেন, কেন্দ্রীয় সরকার কিছু দেয় না। আবার কোভিড শুরু হয়েছে। আগেরবার প্রচুর টাকা খরচ হয়েছে। প্রচুর মানুষ মারা গিয়েছেন। আমরা সামলে নিয়ে ছিলাম। এবছর কোভিড হওয়ার কথা ছিল না। 6 মাস আগে প্রতিষেধক দিলে কোভিড হতো না। মোদিকে বলেছিলাম প্রতিষেধক দাও। টাকা দিয়ে কিনে সবাইকে দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল না। এখন বেড়ে গিয়েছে বলে জনগণের উপর দোষ চাপিয়ে জোগাড় করে নিতে বলছে। দেশের প্রতিষেধক তো বিদেশে পাঠিয়ে দিয়েছ। দেশে প্রতিষেধক নেই। অন্য সময় এক দেশ এক দল এক নেতার কথা বলবে। টিকাকরণের সময়ে আলাদা আলাদা দাম কেন হবে। কেন্দ্র কিনলে 150 রাজ্য কিনলে 400 বেসরকারি হাসপাতাল কিনলে 600 টাকা এটা কি হচ্ছে। প্রতিষেধক একটি জরুরী পরিষেবা। ব্যবসা করার জায়গা নয়। বিনামূল্যে সবাইকে প্রতিষেধক দেওয়া উচিত কেন্দ্রের। সব ব্যাংকের টাকা গচ্ছিত রয়েছে। পিএম কেয়ার টাকা রয়েছে। এত টাকা কোথায় গেল। ওই টাকা দিয়ে প্রতিষেধক দিলে কোভিড এত বাড়ত না। এদিনের সভায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5 মে থেকে রাজ্যে বিনামূল্যে সার্বিক টিকাকরণের ঘোষণা করলেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.