প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন 18 বছরের উর্ধ্বে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত অনেক দেরিতে নেওয়া হয়েছে। কেন্দ্র এখন পরিস্থিতি বুঝে গা বাঁচানোর চেষ্টা করছে। তিনি মোদির কাছে স্বচ্ছ বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতির সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। এর আগে পরিস্থিতি মোকাবিলা করার জন্য করোনার টিকা ওষুধ এবং পর্যাপ্ত অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় 1 মে থেকে 18 বছরের উর্ধ্বে ভ্যাকসিন দেওয়া যাবে। করোনা মোকাবিলায় দেশজুড়ে গণ টিকাকরণ কর্মসূচি শুরু হবে। এমনকি এই ভ্যাকসিন খোলা বাজারে পাওয়া যাবে। প্রস্তুতকারক সংস্থা উৎপাদনের 50% খোলাবাজারে এবং রাজ্যকে বিক্রি করতে পারবে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে এক হাত নিয়ে শুধু নয় ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন 24 তারিখে কেন্দ্র কে একটা চিঠি দিয়েছিলাম। অনুরোধ করেছিলাম রাজ্য যাতে সরাসরি টিকা কিনে মানুষকে দিতে পারে। কিন্তু সেই চিঠির কোন উত্তর পাইনি। দ্বিতীয় তরঙ্গে যখন সংক্রমণ হু হু করে বাড়ছে তখন কেন্দ্র অন্তঃসারশূন্য বিবৃতি দিয়ে দায়িত্ব এড়ানোর পথ নিয়েছে। কেন্দ্রীয় ঘোষণায় টিকার কার্যকারিতা গুণমান সরবরাহ নিয়ে সমস্যার সমাধানের পথ দেখানো হয়নি। রাজ্য কত দামে কিনতে পারবে সেই ব্যাপারে কিছু বলা হয়নি। আমাদের আশঙ্কা এই ঘোষণার ফলে বাজারে অসাধু প্রবণতা দেখা যেতে পারে। যা সাধারণ মানুষের টিকা কেনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। বাজারে এখন টিকা অমিল। দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়া উচিত। যাতে প্রতিষেধক সকলেই পান। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি সুনিশ্চিত করুন। যাতে দেশের সব মানুষ সুলভ মূল্যে টিকা পান। কেন্দ্রীয় সরকার টিকাকরণের সিদ্ধান্ত ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।