কেন এখানকার কৃষক বছরে একবার ফসল ফলাতে পারে? সেচ ব্যবস্থার অবস্থা খারাপ কেন? যুবকরা এত উদ্বিগ্ন কেন? চাকরি শিল্প এবং বিনিয়োগ কোথায় দিদি? প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজ্যে নির্বাচনী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঁকুড়ায় বিজেপির প্রার্থীদের সমর্থনে জনসভা থেকে মোদি বলেন, 10 বছর ধরে বাংলার ভাগ্য নিয়ে খেলে মন ভরে নি দিদি? কাজ কোথায় হয়েছে? আপনি বলছেন খেলা হবে। 10 বছর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনার মন এখনো ভরেনি? পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছে খেলা শেষ হবে। উন্নয়ন আরম্ভ হবে। এদিন দলীয় জনসভা থেকে দুর্নীতি নিয়ে মমতা কে আক্রমণ করেন মোদি। তিনি বলেন, বালির দাম বাড়লে বালি মাফিয়াদের পকেটের টাকা যায়। তাতে দিদির কি। বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত সরকার উপহার দেবে বলে দাবি তার। মোদি আরো বলেন, 10 বছরের শাসনে মানুষের বেহালদশা। আর তৃণমূল নেতারা ফুলে-ফেঁপে উঠলেন। বড় গাড়ি কার পয়সায় হল? এই টাকা গরিব মানুষের। দিদির যাওয়া উচিত। দিদি যাচ্ছে দিদি যাচ্ছে দিদি যাচ্ছে। মোদি বলেন, দিদি ও ওর সরকার পশ্চিমবঙ্গে 10 বছর ধরে কি খেলা করেছেন। সেটা সকলেই জানেন। অনেক আদিবাসী সাথী এই খেলায় শহীদ হয়েছেন। তৃণমূলের নেতারা মালামাল হয়ে উঠেছেন। আপনাদের অনেকগুলো বছর কংগ্রেস সিপিএম তৃণমূল বরবাদ করেছে। এই তিনটে পার্টির জন্য বাংলা পিছিয়ে গেছে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার হওয়ামাত্র শিক্ষায় বিপুল পরিবর্তন আসবে। বিজেপি পশ্চিমবঙ্গে নতুন আশা নিয়ে আসবে। সোনারবাংলা আরো এগোবে। উন্নত সরকার তৈরি হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.