নিজস্ব সংবাদদাতা: রবিবার আসানসোলে তৃণমূলের লিগ্যাল সেলের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী মলয় ঘটক। তাদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “ত্রিপুরাতে ইদানিং যা ঘটে চলেছে, তাতে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে জনমত সুদৃঢ় হচ্ছে। এর সুফল তুলবে তৃণমূল। কারণ ত্রিপুরার মানুষ এর আগে কংগ্রেস, সিপিআই(এম) বা অন্যান্য রাজনৈতিক দলগুলিকে পরীক্ষা করেছে। একমাত্র তৃণমূল ত্রিপুরায় পরীক্ষিত নয়। পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে পরাজিত করেছে, তাতে দেশের মানুষ মমতা ব্যানার্জির প্রতি আরও বেশি আস্থাশীল হয়েছেন। তাই আগামী ২০২৩ এ ত্রিপুরার বিধানসভা নির্বাচনে তৃণমূলই জয়ী হবে ও সরকার গঠন করবে”।
তবে ত্রিপুরায় দলের ভীত সুদৃঢ় করতে আগামী সোমবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আগরতলার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বাবুল সুপ্রিয়র রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আগামী দিনে রাজ্যে বিজেপি দলটিই থাকবে না। বিজেপির দলীয় কার্যালয় খোলার লোক পাওয়া যাবে না”।