নিজস্ব সংবাদদাতা: ফের একবার কটাক্ষের সুর দেবাংশু ভট্টাচার্য্যের গলায়। এরাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদেরকে ব্যঙ্গাত্মক ভাষায় আক্রমণ করলেন দেবাংশু। বললেন, “বাবুল সুপ্রিয়কে হাফপ্যান্ট দিয়েছিল কেন্দ্র, সেটাও কেরে নিল। বিজেপির মাথায় রয়েছে গরুর বুদ্ধি,বাংলায় দুই মন্ত্রী একজন গরু পাচারকারী,আর এক জন বাংলা ভাগ করতে চায়”।
তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেখানেই দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্বদের আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষের পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গের পালটা জবাব দেন দেবাংশু। তিনি বলেন, “বিজেপি ২০১৪ সালের আগে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন,ভারত বনধ করেছিল কেন? তাহলে সেই সময় বিজেপির মাথায় গরুর বুদ্ধি ভর করেছিল নয় এখন ভর করেছে”।
তৃণমূলের অনেকেই মনে করছেন, বিজেপি দলে এখনও অনেকে বেসুর,তারা কি তবে তৃণমূলে আসতে চাইছে? এর উত্তরে দেবাংশু বলেন, “তৃণমূল দলটা ক্লাব নয়, যারায় আসতে চাইবে তাদেরকেই নিয়ে নেওয়া হবে হইতো তেমনটা নয়। যখন দল ছেড়ে গিয়েছিল তখন নিজের ইচ্ছায় গিয়েছিল। এবার দল সিদ্ধান্ত নেবে”।একই সাথে তিনি বলেন, “বিজেপি আগে নিজেদের দলের কোন্দল ঠিক করুক,আর নরেন্দ্র মোদি চিঠি লিখে জানাক পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস, ডিম, সরষের তেল সহ সব জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা আগে কমানো হোক, না হলে ২০২৪ সালে এত খারাপ অবস্থা হবে বিজেপির তা কল্পনা করতে পারছে না,২০১৪ সালে কংগ্রেসের সাথে যা হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা হবে বিজেপির”।