Rajib Ghosh– কেন আদিগঙ্গা শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি। দিদিমনির হিসাবে হোস পাইপ দিয়ে জল মিশিয়েছেন। দেড়-দু কোটি শব্দ টা আদিগঙ্গার কাদা জলের মতো ঘোলাটে। তার মধ্যে 50 লক্ষের ফারাক রয়েছে। 50 লক্ষ মানুষের চাকরি মানে বিশাল ব্যাপার। এই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সাহাগঞ্জ এর মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। এই সভায় তিনি বলেন বাংলায় দেড় কোটি দু কোটি লোককে চাকরি দিয়েছি। মেয়েদের স্বরোজগার যোজনা হয়েছে। তার নাম মাতৃবন্দনা। তার জন্য 25 হাজার কোটি টাকা রয়েছে। বাংলায় 40 শতাংশ দারিদ্র্য কমেছে। সেই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, যদি দুই কোটি মানুষের চাকরি হয় তাহলে 8 কোটি মানুষের ভাত-কাপড়ের সমস্যা নেই। 2 কোটি লোকের চাকরি হলে 100 দিনের কাজের শ্রমিক পাওয়ার কথা নয়। তাহলে কারা মজুরি করছেন। কারা 100 দিনের প্রকল্পে কাজ করে দিদিকে নম্বর ওয়ান করে দিচ্ছেন। কারা তৃণমূল পার্টি করছেন? কারণ তৃণমূল করা হয় করে কম্মে খাওয়ার জন্য। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যে কর্মসংস্থানের পরিসংখ্যান দেওয়া হচ্ছে। বহু মানুষ কাজ পেয়েছেন বলে তাদের দাবি। অধীরের কথায়, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঁওতা আর মিথ্যে কথা। মিথ্যা ধরা পড়েছে বলে নির্বাচনের আগে বাংলার মেয়ে বলে কর্মসূচি করছেন। রাজ্যের কর্মসংস্থানের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেওয়ার দাবি নিয়ে এই মন্তব্য করেছেন অধীর চৌধুরী।