নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি জিতবে। সরকার গঠন করবে। এই কথা বললেন ডেবরার বিজেপি প্রার্থী এবং নেত্রী ভারতী ঘোষ। তিনি এদিন মনোনয়নপত্র পেশ করেন। ডেবরায় তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরেক আইপিএস হুমায়ুন কবীর ডেবরা থেকে তিনি জিতবেন বলে জানান। এই প্রসঙ্গে ভারতী বলেন, হুমায়ুন কবীর হোটেল পেট্রোল পাম্পের মালিক। প্রচুর বেনামী সম্পত্তি করেছেন। এছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন রয়েছে। উনি কিসের ভূমিপুত্র? ডেবরার মেয়েকে বিয়ে করেছেন। পরে ছেড়ে দিয়েছেন। উনি ডেবরায় পা দিলেই বুঝতে পারবেন মানুষ ওকে পছন্দ করছে না। ডেবরা বিধানসভায় লড়াই নেই কারণ এখানে শক্ত প্রতিপক্ষ নেই। যোগ্য প্রতিপক্ষ নেই তাই এখানে কোনো লড়াই হবে না বলে জানান ভারতী। তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর বিধানসভা ছেড়ে দিয়ে পঞ্চায়েত জেলাপরিষদ তাকে দাঁড়ানোর কথা বলেছেন। সেই প্রসঙ্গে ভারতী বলেন, পঞ্চায়েত এবং জেলা পরিষদের সাধারণ মানুষেরা নির্বাচিত হন। তাই বিধানসভা বড় আর পঞ্চায়েত জেলাপরিষদ ছোট এই ধরনের কথা বলার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে তার রাজনীতির প্রাথমিক পরীক্ষায় তিনি পাশ করেননি। সাধারণ মানুষের মধ্যে থেকেই পঞ্চায়েত জেলাপরিষদ বিধানসভা লোকসভায় প্রতিনিধি যায়। তারা সেখানে সমস্ত বক্তব্য তুলে ধরে।তার এই ধরনের কথার জবাব মানুষ দেবে।