নন্দীগ্রাম বিধানসভা আসনে বাম কংগ্রেস আই এস এফ জোট মিনাক্ষী মুখোপাধ্যায় কে প্রার্থী ঘোষণা করল। বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আইএর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়। সংযুক্ত মোর্চার নেতৃত্ব এবার নন্দীগ্রামে তাকেই প্রার্থী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সরগরম হয়ে উঠেছে নন্দীগ্রাম। জমি আন্দোলনের ভূমিতে প্রার্থী এবার মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সিপিআইএমের পক্ষ থেকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কে আধ লাখ ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। সিপিএম নন্দীগ্রামের 40% সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে আই এস এফ কে আসনটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।পরে আসনটি ফাঁকা রাখা হয়।তারপরে এদিন সিপিএমের যুব সংগঠনের নেত্রীকে প্রার্থী করা হয়। সিপিএমের এক নেতা বলেন, বাংলা নিজের মেয়েকে চায়। তবে স্বচ্ছ ভাবমূর্তির তরুণ মুখকে চায়। তৃণমূল কংগ্রেস বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানে প্রচার কর্মসূচী করছে। এবার দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে ভোট রাজনীতিতে নবাগতাকে নামিয়ে দেওয়া হলো।