Rajib Ghosh– যে প্রকল্প নিয়ে রাজ্য সরকার এবং TMC-র পক্ষ থেকে বলা হচ্ছিল নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। সেই স্বাস্থ্য সাথী প্রকল্পের ভুলত্রুটি খতিয়ে দেখার জন্য একটি Committee গঠন করল রাজ্য সরকার। এই কমিটি হাসপাতালগুলোর খরচ পর্যালোচনা করবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সমস্ত মানুষকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার বন্দোবস্ত করেছিল State Government কিন্তু সেই স্বাস্থ্য সাথীর কার্ড থাকা সত্ত্বেও একাধিক হাসপাতাল নার্সিংহোমে রোগীকে ভর্তি নেওয়া হচ্ছিল না। মানুষকে টাকা খরচ করেই হাসপাতালে চিকিৎসা করাতে হচ্ছিল। এর পরেই নবান্নের পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা করাতে গেলে রোগীকে বাধ্যতামূলকভাবে পরিষেবা দিতে হবে। কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন দেখা যায়নি। বেসরকারি হাসপাতালগুলো এর পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে Swasthya Sathi-র আওতায় খরচ নিয়ে খতিয়ে দেখার জন্য আবেদন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Hospital এবং Nursing Home গুলোকে হুঁশিয়ারি দিয়ে পরিষেবা দেবার কথা বললেও এবার সুর নরম করে হাসপাতালে চিকিৎসা খরচ নিয়ে যে প্রশ্ন উঠেছে সেগুলো খতিয়ে দেখার জন্য কমিটি তৈরি করা হচ্ছে বলে জানান। সেই কমিটির নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব, কমিটিতে থাকবেন স্বাস্থ্য সচিব। এই কমিটির সদস্যরা হাসপাতাল গুলির সঙ্গে আলোচনা করে চিকিৎসার খরচের জন্য একটি মূল্য ধার্য করবেন। এই প্রসঙ্গে Mamata Bandyopadhyay বলেন, রাজ্যের কোষাগার থেকে স্বাস্থ্য সাথীর জন্য 2500 কোটি টাকা খরচ করতে হচ্ছে। কোথাও যদি একটু ভুল হয়ে থাকে সংশোধন করে নেবেন। লজ্জার কারণ নেই। এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন।