নন্দীগ্রাম দিবস উপলক্ষে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন যারা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাদের জন্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে তার চোট লাগে। পায়ে সেই আঘাত রয়েছে। এদিন হুইল চেয়ারে বসে রোড শোতে নেতৃত্ব দেন তিনি। বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী। এদিন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে থেকে তৃণমূলের মিছিল হাজরা পর্যন্ত হয়েছে। হুইল চেয়ারে বসেই গান্ধী মূর্তির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেন। মেয়ো রোডে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলনেত্রী কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার ধিক্কার জানাই। ভাঙা পায়েই জেতা হবে। নবান্ন দখল হবে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা। এদিন মিছিল ঘিরে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। মিছিলে দলের বহু কর্মী-সমর্থক যোগ দিয়েছেন। মিছিলে ছিলেন টালিগঞ্জের কলাকুশলীরাও। এদিন মমতার মিছিলের সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, মাঝে শুনতাম টেলিভিশনে সিরিয়ালের রবিবার মহা সপ্তাহ চলে। এটাও তেমন। রবিবারের মহা নাটক। ব্যান্ডেজ লাগিয়ে সভা করে সহানুভূতি কুড়োতে চাইছেন। 10 বছর ক্ষমতায় থেকে মানুষের কাজ করলে এই দুপুর রোদে নাটক করতে হতো না।