Rajib Ghosh– জয়পুরে স্বাস্থ্যকেন্দ্র আছে চিকিৎসার পরিকাঠামো নেই। রেলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করলেও রাজ্য সরকারের গাফিলতিতে সেটা সম্ভব হয়নি। সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে চাষীরা প্রয়োজনমতো কৃষি কাজ করতে পারেন না। এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দলীয় সভায় বক্তব্য রাখেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি এই সভামঞ্চে দলের দুই শহীদ কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। মঞ্চে বক্তব্য শুরুর আগে সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে ভারতী প্রশ্ন করেন, চাল চোর কে, মানুষ উত্তর দেয় তৃণমূল। টিকা চোর কে, মানুষ উত্তর দেয় তৃণমূল। পঞ্চায়েত বোর্ড গঠন কে কেন্দ্র করে সেখানে পুলিশ ও তৃণমূলের যৌথ সন্ত্রাসে বিজেপির দুই কর্মী শহীদ হন বলে জানান ভারতী ঘোষ। দলীয় সভামঞ্চে তিনি আরো বলেন, এলাকায় কৃষকদের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এখানে কোনো শিল্প আনেনি। পুরুলিয়ার সার্বিক উন্নয়ন করেনি এই রাজ্য সরকার। তারপরেই সভায় উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে প্রশ্ন করেন, রাজ্য সরকারকে কত নম্বর দেওয়া যাবে? সকলে সমস্বরে উত্তর দেন শূন্য। ভারতী ঘোষ বলেন, পুরুলিয়ার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এখানে রাজ্য সরকারের কাজ-কর্মের নিরিখে নম্বর দেবো শূন্য। আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নিয়োগ দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এর উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন। সেখান থেকে একটা কথা পরিষ্কার, রাজ্যের চাকরি বিক্রি হয়েছে। যখন শিক্ষিত ছেলে মেয়েরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, তখন TMC MLA, মন্ত্রীরা ঘুষ চাইছে। এরপরেই সম্প্রতি সাগর দত্ত হাসপাতালের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। Bharati-র কথায়, যখন কেউ TMC ছেড়ে BJP-তে আসছেন তাকে কালিমালিপ্ত করছেন। কত নিরীহ মানুষকে কারাগারে পাঠিয়েছেন। শুধু ক্ষমতা ধরে রাখার জন্য সবাইকে নিয়ে খেলা করছেন Mamata রাজ্যে প্রতিদিন গণধর্ষণ হচ্ছে কোনো বিচার পাওয়া যাচ্ছে না। পেটের ভাত, মুখের রুটি কেড়ে নিয়েছে TMC এর পরেই তিনি উপস্থিত মানুষের উদ্দেশ্যে স্লোগান তোলেন, এক দুই তিন চার, BJP-র জয়জয়কার। চার পাঁচ ছয় সাত, TMC খাবে জেলের ভাত। এরপরে তিনি বলেন, সমস্ত হিসেব দিতে হবে। উন্নয়নের টাকা থেকে কাটমানি খাওয়ার হিসেব দিতে হবে। বাংলার মানুষ বাংলার ঈশ্বর। বিধানসভা নির্বাচনে রাজ্যে BJP ক্ষমতায় এসে সমস্ত হিসেবে নেবে। পুরুলিয়ার জয়পুরের দলীয় সভাতে এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে তীব্র আক্রমণ করেন BJP নেত্রী ভারতী ঘোষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.