Rajib Ghosh– 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মালদহে একটি আসনেও জিততে পারেনি। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সংখ্যালঘু অধ্যুষিত বহু আসনে বাম কংগ্রেসের সমর্থন সবচেয়ে বেশি। অন্যদিকে মুর্শিদাবাদে বাম-কংগ্রেস অনেকগুলি আসনে জয়লাভ করেছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে TMC সাংগঠনিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে। এর আগে লোকসভা নির্বাচনে TMC শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুর্শিদাবাদে দুটি আসনে জিতেছে। তবে মালদহে খারাপ ফল হয়েছে তৃণমূলের। শুভেন্দু অধিকারী এখন BJP-তে যোগদান করেছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনে মেরুকরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। মমতার বক্তব্য, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে তৃণমূল। তেমনি বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে নির্বাচনে যেতে চাইছে। এরকম সময়ে রায়গঞ্জে TMC-র জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে। এর পরেই তিনি বলেন, তিনটে রামচিমটির কথা ছোটবেলায় বলতাম। এরা মুসলিমদের দেয় দে চিমটি, তফসিলিদের দেয় শ্যাম চিমটি, আর দলিতদের দেয় রাম চিমটি। সবাইকেই কোনো-না-কোনো চিমটি দেয়। অনেকে বলেন, সংখ্যালঘুদের ভোট তৃণমূলের সমর্থনে রাখার জন্য ইমাম ভাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে TMC সরকার। অন্যদিকে BJP মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ নিয়ে এসে ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করেছে। 2019 সালের লোকসভা নির্বাচনের পরে তাই মমতা বলেছেন টোটাল টাই হিন্দু মুসলমান হয়ে গেছে। তার এই বক্তব্যের পরেও বিজেপিসহ বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করে। এদিন দলীয় সভা থেকে মমতা বলেন, BJP কিছু কিছু লোককে ভাঙ্গানোর চেষ্টা করছে। হায়দরাবাদ থেকে নেতা এনে তা করা হচ্ছে। সতর্ক থাকবেন।