তৃণমূল যাদের উপর নির্ভর করে লড়াই করে ক্ষমতায় এসেছে সেই সমস্ত কর্মীদের ভুলে গিয়েছে। এখন তারকাদের উপর বেশি করে নির্ভর করতে হচ্ছে। কারণ রাজ্যের মানুষের জন্য তারা কিছু করেনি। মানুষ সরে গিয়েছে। তারকাদের প্রার্থী করে ভোট জেতার অপচেষ্টা শুরু করেছে তৃণমূল। তাই বেশি পরিমাণে তারকা প্রার্থী করতে হয়েছে। মেদিনীপুরে সন্ধ্যা রায় সাংসদ হওয়ার পরেও দীর্ঘদিন সেখানে আসেন নি। তাই মানুষ বুঝে গিয়েছে তারকাদের প্রার্থী করলে কি হয়। এবার দেখা যাচ্ছে লোকসভা ভোটে যে জায়গায় তৃণমূল হেরেছে সেখানেই তারকা প্রার্থী দিয়েছে। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন খড়্গপুরে দলীয় কর্মসূচিতে যোগ দেন। সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে মন্তব্য করেন। তিনি আরো বলেন, এবার সরকার গঠনের জন্য বিজেপি লড়াই করবে। দলের প্রার্থী না হতে পেরে তৃণমূল নেতাদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এবার তৃণমূলের প্রার্থী তালিকায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কমে গিয়েছে। মুসলিমদের তোষণ করতে গিয়ে হিন্দু সমাজ সরে গেছে। এবার মমতা সেটা বুঝতে পেরে ঘোরানোর চেষ্টা করছেন। প্রত্যেকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারাই পার্টি অফিস ভাঙচুর করছেন। বিক্ষোভ করছেন। পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। ওনারা খেলা হবে স্লোগান দিয়েছেন। বুঝতে পারেননি শুরু হয়ে যাবে। সবে তো খেলা শুরু হলো। মানুষকে নির্ণয় করতে হবে তারা কি খড়্গপুরে গুন্ডারাজ মাফিয়ারা চান নাকি শান্তি চান। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করে এই কথা বললেন দিলীপ ঘোষ।