নিজস্ব সংবাদদাতা: সাত বছর ধরে বিভিন্ন টালবাহানায় আটকে রয়েছে এসএসসির উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। এর আগে ২০১৯ সালে হাইকোর্ট নির্দেশ দেওয়া স্বত্বেও নম্বর ছাড়াই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। মামলাকারীরা ফের মামলা করলে ৭ দিনের মধ্যে নম্বর সহ তালিকা প্রকাশ করতে বলা হয়। তখনই স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল, বৃহস্পতিবার হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নতুন করে প্রকাশ।
সেই কথা অনুযায়ী, এসএসসি-র ওয়েবসাইটে (www.westbengalssc.com) নতুন তালিকা নম্বর সহ প্রকাশ করা হল এ দিন। যাঁরা সুযোগ পাননি, তাঁদের নম্বরও প্রকাশ করেছে কমিশন।
সাত বছর আগে পরীক্ষা হওয়া সত্বেও বারবার নম্বর প্রকাশ করা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ এতে মেধার ভিত্তিতে কে কত নম্বর পেয়েছে তা দেখানো হয়নি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতারা এই অভিযোগে সোচ্চার হয়েছিলেন। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭ দিনের মধ্যে নম্বরসহ চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দেন। আর তারপরে এই তালিকা প্রকাশ করা হল এদিন। এরপরেও এই তালিকায় অদূর ভবিষ্যতে অসামঞ্জস্যের অভিযোগ ওঠে কিনা এখন সেটাই দেখার।