Rajib Ghosh– পশ্চিমবঙ্গ কে বাঁচানোর জন্য রাজনীতিতে এসেছি। Campaign Calling Media-কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস। তার নিজস্ব পেশা চার্টার্ড একাউন্টেন্ট থেকে রাজনীতিকে পরিবর্তনের প্রসঙ্গে রথীন্দ্র এর বক্তব্য, BJP-র আদর্শের সঙ্গে আমার ভাবনার মিল রয়েছে। যেহেতু উত্তরবঙ্গে থাকি,সেখানকার ভৌগোলিক অবস্থান রীতিমতো সমস্যাজনক।1947 সালের মতো ফের যাতে একবার দেশভাগের যন্ত্রণা না হয়,সেই কারণে বিজেপিতে যোগ দিয়েছি।জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্টোরিয়া মঞ্চের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটা পাগলামি।সমস্ত হিন্দু ধর্মের মানুষ জয় শ্রীরাম বলে।আসলে ভোটের রাজনীতি করতে গিয়ে 30 শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তোষণ করার জন্য এই ব্যবহার করেন।রাজ্যবাসীকে Mamata-র দেওয়ার কিছু নেই।ওনার সরকারের সময় শেষ।উনি এখন গ্যালারি শো করছেন।কিছুদিন আগে শুভেন্দু এবং অভিষেক দুর্নীতি নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।সেই বিষয়ে তার বক্তব্য, যে মানুষটার কোনো ব্যবসা নেই, কিছু ছিলনা। 10 বছরের মধ্যে তার বৃহৎ মাপের বাড়ি তৈরি হয় কি করে? কলকাতার মত জায়গায় 35 থেকে 40 ফ্লাটের মালিক কিভাবে তারা হয়েছেন? যদিও এগুলি সমস্ত শোনা কথা। তবুও যখন সকলে প্রকাশ্যে এই অভিযোগ করছেন তখন তার তো কোনো প্রতিবাদ করছেন না। তার কারণ এগুলো সত্যি। রাজ্যের সরল মানুষ তাকে বিশ্বাস করে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। 2011-র আগের দিদি বদলে গিয়েছেন। তখন মানুষ শ্রদ্ধা করত। এখন আর সেই পরিস্থিতি নেই। সরকারের দুয়ারে সরকার কর্মসূচি করে যে স্বাস্থ্য সাথী কার্ড দিচ্ছে সেই কথা কি 3650 দিন পর রাজ্য সরকারের মনে পড়ল? বেসরকারী হাসপাতাল, নার্সিং হোম থেকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে রোগীদের প্রত্যাখ্যান করছে। কোন পদ্ধতিতে এই কার্ড সরকার করেছে জানা নেই। তবে কিছুদিন পরেই এই প্রকল্প ফ্লপ হয়ে যাবে। প্রচারসর্বস্ব রাজনীতি করছেন Mamata লকডাউন চলার সময়ে মৃতদেহ নিয়ে রাজনীতি করেছেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন,আমফানের টাকা চুরি করেছে। TMC-র সকলেই খারাপ কাজের সঙ্গে যুক্ত। Campaign Call- কে জানান BJP-র GS বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় তার কর্মসূচিতে TMC-র অনেকেই যোগদান করতে পারেন বলে শোনা যাচ্ছে। সেই প্রসঙ্গে Rathindra বলেন, দলীয় নেতৃত্ব এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।এখন একটাই স্লোগান, বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে।তাই যারা TMC-তে কাজ করতে পারেন নি, নরেন্দ্র মোদীর কাজ অনুপ্রাণিত করেছে, তারা BJP-তে যোগ দিচ্ছেন।রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল অভিযোগ করেছেন তার কাছে একটি ফাইল কখনো আসে নি। মমতা এইভাবে উপঢৌকন দেন।মুক্তি যুদ্ধের সময় দেওয়া জয় বাংলা স্লোগান দিচ্ছেন Mamata।কোথায় নিয়ে যেতে চাইছেন?তাই মানুষ আর তাকে চায়না। এরপর গোমাংস নিয়ে অভিনেত্রীদের করা মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সর্বসমক্ষে, টিভিতে এই ধরনের কথা বলার অর্থ Promote করা।ব্যক্তিস্বাধীনতা মানে সবার সামনে সবকিছু করা যায় না।এর ঘোর বিরোধী।রাজ্যের বিধানসভা নির্বাচনে 200 আসনের বেশি আসন জয়লাভ করবে BJP বলে দাবি করেন রথীন্দ্র বোস। সেখানে তিনি বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেন। লোকসভা নির্বাচনে BJP 40% এবং TMC 43 শতাংশ ভোট পেয়েছিল। 122 বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল। বেশকিছু বিধানসভা কেন্দ্রে সামান্য মার্জিনে BJP পিছিয়ে যায়। ফলে সাম্প্রতিক হিসাব অনুযায়ী 178 থেকে 180 টি আসনে বিজেপি জয় লাভ করছে। অমিত শাহ বলেছেন, দলীয় হিসাব অনুযায়ী রাজ্যে BJP ক্ষমতায় আসছে এবং দু’শোর বেশি আসন নিয়ে আসছে। জোরের সঙ্গে জানিয়ে দিলেন BJP-র General Secretary রথীন্দ্র বোস।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.