নিজস্ব সংবাদদাতা: বালি, কয়লা নিয়ে বেআইনি ব্যবসা রুখতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। প্রাকৃতিক সম্পদ বাঁচাতে স্যান্ড মাইনিং পলিসি চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরই সুর চড়াল বিজেপি নেতৃত্ব।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “লাগা চুনরি মে দাগ, দাগ মোছার চেষ্টা করছে তৃণমূল। তাই এই ধরনের প্রকল্পের ভাবনা।”
ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিনও সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। তাঁর কথায়, “পরপর তিনবার ভোটে জেতার পরও এই সরকার জয়ের উচ্ছ্বাস করছে না। তারা রক্তের হলি খেলছে। আর সেই সব বিষয়কে চাপা দিতেই এত ধরনের প্রকল্পের ভাবনা। কিন্তু নেত্রী জানেন না এতে মানুষ ভুলবে না”।
এদিন নারী পাচার, গরু পাচার বিষয়ে কথা বলতে গিয়ে শমীক বাবু দাবি করেন, “কোনও একা সংস্থার পক্ষে পাচার বন্ধ করা সম্ভব নয়। সেই জন্যে রাজ্য-কেন্দ্রের উভয়ের ঐক্যমত দরকার। সকলে দলীয় বিদ্বেষ ভুলে যদি এককাট্টা হতে পারে তাহলেই তা রুখে দেওয়া সম্ভব”।