Rajib Ghosh– বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ আসছিল। প্রশাসনের শীর্ষ কর্তারা একাধিকবার এই হাসপাতাল এবং নার্সিংহোমের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন। এদিন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দেশ দিয়েছেন এবার থেকে যেসব হাসপাতাল ও নার্সিং হোম স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগীকে ফেরাবেন তাদের লাইসেন্স বাতিল করা হবে। রাজ্যের সমস্ত মানুষকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ করা হয়। কিন্তু তারপরেও অনেক হাসপাতাল এবং নার্সিংহোম স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে রোগীকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে না বলে অভিযোগ আসে। এবার রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাধীন রোগীদের নির্দিষ্ট কারণ ছাড়া ভর্তি যদি না করা হয় তাহলে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে হাসপাতাল ও নার্সিং হোম কে স্বাস্থ্যসাথী নিয়ে কড়া বার্তা দিল রাজ্য সরকার।