Rajib Ghosh– রাজ্যের মানুষ এতটাই ভয় পেয়েছেন যে মুখ ফুটে সেই কথা বলতেও সাহস পাচ্ছেন না। এই মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এর আগে একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য করেছেন রাজ্যপাল। যা নিয়ে সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত তৈরি হয়েছে। রাজ্যের দুর্নীতি নিয়ে, বিরোধীদের ওপর আক্রমণ করা নিয়ে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন তিনি। কখনো টুইটারে আবার কখনো সরাসরি বক্তব্য পেশ করেছেন রাজ্যপাল। মুর্শিদাবাদের নিমতিতায় রাজ্যের মন্ত্রী জাকির হোসেন সহ কয়েকজন বোমা বিস্ফোরণে আহত হওয়ার পরে রাজ্যের হিংসার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে রাজভবনে গিয়ে বৈঠক করেন। তারপরেও এদিন রাজ্যপাল বলেন, 2021 এ স্বাধীনতার 75 বছর পূর্তি হচ্ছে। তাই বাংলাতেও বদল চাই। দেশে অনেক কিছু বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের শিখরে পৌঁছানো উচিত। অন্যত্র সমস্ত শিল্প চলে যাচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত। এদিন রাজ্যপাল রাজ্যে বদল এর প্রয়োজন বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বদল হবে না। বরং রাজ্যপালের বদল হবে। উনি রাজ্যপালের পদে বসে রাজনীতি করছেন কুৎসা ছড়াচ্ছেন। তবে এদিন রাজ্যপাল কাছে অভিযোগ জানানোর জন্য রাজভবনে বিজেপির একটি প্রতিনিধিদল যায়। রাজ্যে বদল এর প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.