পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়। সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক এ ঘটনায় আহত হয়েছেন। কাঁথি পুরসভার প্রাক্তন প্রধান সৌমেন অধিকারী। তার দাদা শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি বিজেপিতে যোগ দেন। দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে বিজেপির এজেন্ট তিনি। সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন। তৃণমূল রিগিং করছে এই খবর পেয়ে তিনি সেখানকার বুথে যান। তারপর সেখানে তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তার অভিযোগ তৃণমূল রিগিং করছে বলে খবর পেয়ে এখানে এসেছি। তখন হামলা চালানো হয়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বাইরে থেকে লোক নিয়ে এসে গন্ডগোল করার জন্য স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করেছেন। এই বিষয়ে এক সংবাদমাধ্যমে শিশির অধিকারী বলেন, সৌমেন কে স্পর্শ করার ক্ষমতা ওদের নেই। 2 ঘণ্টার মধ্যে কড়া ডোজ দিয়ে দেব রাম গোবিন্দ কে। অভিযোগ ব্লক সভাপতি রাম গোবিন্দ দাসের নেতৃত্বে হামলা হয়েছে। শিশির অধিকারী বলেন কেন্দ্রীয় বাহিনীকে মদ মাংস সাপ্লাই করছে। প্রতিটি প্রক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া রয়েছে।