Rajib Ghosh– বিজেপির ভাষা এটা নয়। দল এই মন্তব্য কে সমর্থন করে না। সায়নী ঘোষ এর উদ্দেশ্যে BJP MP সৌমিত্র খাঁর যৌনকর্মী কটাক্ষ করার প্রসঙ্গে দলের অবস্থান স্পষ্ট করে জানালেন BJP নেতা শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের দলীয় সভায় BJP MP এবং যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ সায়নী ঘোষকে যৌনকর্মী বলে কটাক্ষ করেন। সৌমিত্রর কথায়, সায়নী ঘোষ কে বলতে চাই ধর্ম তলায় বসে নাটক করছো। TMC-র চাকরের মতো কিছু অভিনেতা-অভিনেত্রীরা কথা বলছে। প্রত্যেকে তার ধর্মে বিশ্বাস করি। আমাদের শিবলিঙ্গ কে যারা অপমান করেছে আমাদের মা মনসাকে যারা অপমান করে তারাই অরিজিনাল যৌনকর্মী। BJP MP-র এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়। বিভিন্ন মহল থেকে এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সায়নী ফেসবুকে লেখেন, আমি কে সেই সার্টিফিকেট আপনার কাছ থেকে নেবো না। আপনার কষ্ট বুঝি। তারপরে একাধিকবার এই বিষয় নিয়ে চর্চা হলেও দলীয়ভাবে কিছু জানা যায়নি। এদিন BJP-র নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, যারা এই ধরনের কথা বলছেন দল তাদের বিষয়ে ভাবছে। BJP-র ভাষা এটা নয়। দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। Shamik Bhattacharya দলীয় অবস্থান স্পষ্ট করার পর সায়নী ঘোষ তাকে এবং BJP-র অন্যান্যদের ধন্যবাদ জানান। এর আগেও একাধিকবার বিজেপি সাংসদ এবং যুব মোর্চার সভাপতি Soumitra Khan বিতর্কিত মন্তব্য করেছেন। কখনো পুলিশ আধিকারিক এর উদ্দেশ্যে হুমকি, কখনো বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের তীব্র আক্রমণ যেভাবে করেছেন, তাতে রাজ্যজুড়ে সমালোচনা হয়েছে। বিধানসভা নির্বাচনে যখন BJP-র পাখির চোখ ক্ষমতা দখল করা সেই সময়ে নেতৃস্থানীয় ব্যক্তির এই ধরনের মন্তব্য BJP- র সমস্যা তৈরি করতে পারে। এদিন তাই BJP-র দলীয় অবস্থান স্পষ্ট করলেন শমীক ভট্টাচার্য। অন্যদিকে এই ধরনের মন্তব্য করলে আগামী দিনে দল যে তাদের বিষয়ে ভাববে সেই বিষয়টিও তিনি জানিয়েছেন।