নিজস্ব সংবাদদাতা: যখন ভবানীপুরের উপনির্বাচন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক সেই সময় ‘ভস্মে ঘি ঢালার কাজ করলেন অধীর চৌধুরী। অতীতে আরএসএসের সঙ্গে যোগসূত্র ছিল মমতা ব্যানার্জির এমনটায় দাবি করলেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, “তৃণমূল ভুল ব্যাখ্যা করছে এখন। আমরা ভবানীপুরে প্রার্থী দিইনি শুধু সৌজন্যতার খাতিরে। ভয় পেয়ে নয়। কিন্তু তৃণমূল দলটা আগাগোড়াই মিথ্যেতে ভর্তি। তাদের দাবি কংগ্রেস নাকি ভয় পেয়ে প্রার্থী দেয়নি”।
এরপরই অধীর বাবু ২০০৩ সালের এক নথি সাংবাদিকদের দেখিয়ে বলেন, “এই সময়ই মমতাজি আরএসএসের সঙ্গে দেখা করে বলেছিলেন তারা যদি ১ শতাংশ তাকে সাহায্য করেন, তাহলে তিনি বাংলা দখল করবেন”।
এই কথাকে কেন্দ্র করেই অধীর চৌধুরী বলেন, “বুঝতে পারছেন তো, বাইরের চিত্রটায় শুধু আলাদা। বাকি ভিতরে ভিতরে সবার সাথে সবার যোগাযোগ রয়েছে”।
অধীর চৌধুরীর এই মন্তব্যের পর তৃণমূলের পালটা জবাব কি হয় এখন সেটাই দেখার।