নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে স্কুল খুলে গেছে অথচ এরাজ্যে এখনও বন্ধ। এদিন এই নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন দিলীপ ঘোষ।
তার সাথেই জাল ভ্যাকসিন কাণ্ডের চার্জশিট নিয়েও সুর তোলেন তিনি। তাঁর কথায়, “জমা দেওয়া চার্জশিটে সাংসদের নাম নেই কেন কারণ তিনি মানুষকে বলেছেন ওই সেন্টার থেকে ভ্যাকসিন নিতে কয়েকশো মানুষ জানিয়েছেন ওই সেন্টার থেকে তাকেও চার্জশিট দেওয়া উচিত কেন মানুষকে প্রভাবিত করেছে সংসদ!”
এরই সাথে বিধানসভার অধ্যক্ষের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, “গরিমা রাখার দায়িত্ব ওনার হাতে! কারণ তিনি একসময় বিধায়ক ছিলেন তাকে বলতে দেওয়া হত না! ভয় দেখানো হত হুমকি দেওয়া হত! কোন প্রশ্ন করলে উত্তর দেওয়ার অধিকার ছিল না সেটা তিনিও জানেন এবং পাশে বসা বসিরহাট প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য জানেন সে কথা তিনি বলেন!”
ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ্ত রায় বর্মন কলকাতা এসেছে সেই প্রেক্ষিতে তিনি বলেন, “এখানে এসেছেন ভালো কথা কার সঙ্গে কথা বলেন কার সঙ্গে দেখা করবে সেটা দেখা যাক তিনি কলকাতায় আসতেই পারেন!”
Great job
Great job for publishing such a beneficial website.
good
it is additionally really creative too.
Continue the nice writing