নিজস্ব সংবাদদাতা: নিউটাউনে চা চক্রে এসে ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতার প্রসঙ্গে মুখ খুললেন অগ্নিমিত্রা পল।
তাঁর কথায়, “এখানে যেকোনো ইস্যু নিয়ে সভা বা মিছিল করতে গেলে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ অনুমতি দেয় না, গ্রেপ্তার করে। আর সেখানে গিয়ে সায়নী ঘোষ মুখ্যমন্ত্রীর চিফ মিনিস্টারের মিছিলে ঢিল ছুঁড়ছে। উস্কানি মূলক মন্তব্য করছে। ভারী ন্যাচারাল যে এরেস্ট হবে। কিন্তু তার জন্য সমস্ত টিএমসির নেতা নেতৃত্ব আজকে দিল্লি গিয়ে বিক্ষোভ করছে। আপনারা কি করেন রাজ্যে সেটা দেখুন একবার। আপনারা যে সন্ত্রাসের রাজনীতি পশ্চিমবঙ্গে করছেন আপনারা কি ভাবছেন সব জায়গাতে আপনারা সেটা করতে পারবেন। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কি পরিস্থিতি, আমরা অনেক কিছুই দেখছি। ২৫ তারিখে ইলেকশন তারপর কত ধানে কত চাল ত্রিপুরার মানুষ বুঝিয়ে দেবে টিএমসি কে”।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া প্রসঙ্গে এদিন অগ্নিমিত্রা পল বলেন,
“দিদিমণি আমাদের সম্মানিয়া মুখ্যমন্ত্রী। তিনি দিল্লি যেতেই পারেন। কিন্তু কথায় কথায় নাটক করা আর কথায় কথায় রাজনীতি করা ইলেকশনের সময় পা টা ভেঙে গেল আর ঠিক ২রা মে পা টা ঠিক হয়ে গেলো এই নাটক গুলো দেখতে আমরা অভ্যস্ত। আজকে জানিনা উনি ক্রিয়েটিভ জগতের মানুষ, প্রিন্টিং করেন, কবিতা লেখেন, গান লেখেন তার সঙ্গে এক্টিংটা করতে পারলে মনে হয় টলিউড অন্তত সমবৃদ্ধ হতো অস্কার হয়তো আমরা পেয়ে যেতাম। ওনার যা এক্সটিংয়ের ক্ষমতা আছে। অনেক অনেক শুভ কামনা। উনি যান দিল্লি। ওখানে প্রোটেস্ট করুন। কিন্তু যদি ভেবে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসের রাজনীতি করছেন এটা সব জায়গায় হবে চলবে না। নিজের রাজ্যে আগে দেখুন। গোয়াতে গিয়ে বলছেন গোয়ার মহিলারা ধর্ষিতা হচ্ছে নিজের রাজ্যের দিকে একটু তাকান। সময় পেলে একটু তাকান। ১৪ তলায় সেই যে উঠে গেছেন গ্রাউন্ডের যে স্পর্শ যে ছোঁয়াটার যে কানেকশন টা ২০১১ এর আগে ছিল সব ধুয়ে মুছে গেছে”।