সারাদেশ সিঙ্গেল উইন্ডো পথে যাচ্ছে। বাংলায় শুধু ভাইপো উইন্ডো। তৃণমূল সরকার 10 বছরে রোজগারের পথ বন্ধ করার পথ প্রশস্ত করেছে। বাংলায় শুধু একটা শিল্প চলছে। মাফিয়া উদ্যোগ। বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি খড়্গপুরের দলীয় জনসভায় বক্তব্য রাখেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে কাটমানি সিন্ডিকেট অরাজকতার অভিযোগ তুললেন মোদি। তিনি বলেন, আমি আশ্বাস দিচ্ছি বাংলার যুব সম্প্রদায়ের ভবিষ্যতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা করতে পারবেন না। মমতা বলছেন খেলা হবে। সারা পশ্চিমবঙ্গের মানুষ বলেছেন খেলা শেষ হবে। এদিনের বক্তব্যে জনসংঘের প্রতিষ্ঠাতা বাংলার ভূমি পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলে জানান তিনি। বাংলার কোনো রাজনৈতিক দল থাকলে সেটা বিজেপি। তিনি আশুতোষ মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর আদর্শ ভাবধারা বিজেপির ডিএনএতে আছে বলে বলেন মোদি। এদিনের সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়শী প্রশংসা করেন তিনি। মোদি বলেন, আমাদের সৌভাগ্য যে দিলীপ ঘোষের মতো রাজ্য সভাপতি কে পেয়েছে। এরপরেই মোদি বলেন, দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস হচ্ছে তোলাবাজি কাটমানি সিন্ডিকেট। পঞ্চায়েত ভোট প্রসঙ্গ নিয়ে বলেন তিনি। মোদির কথায়, এবার শুধু মুখ্যমন্ত্রী পরিবর্তনের জন্য ভোট নয় সোনারবাংলা প্রতিষ্ঠার জন্য ভোট। বিজেপি এবার বাংলায় আসল পরিবর্তন নিয়ে আসবে। এখানকার মানুষের উৎসাহ বলে দিচ্ছে বাংলায় বিজেপি আসতে চলেছে। বাংলায় এবার বিজেপি সরকার।