Rajib Ghosh– রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। রাজ্যসভার চেয়ারম্যান দীনেশ ত্রিবেদী কে জানান, এইভাবে ইস্তফা দেওয়া যায়না। নিয়ম মেনে ইস্তফাপত্র পেশ করতে হবে। রাজ্যসভায় দীনেশ ত্রিবেদী বলেন, মানুষের জীবনে একটা সময় আসে অন্তরাত্মার আওয়াজ তখন শুনতে হয়। আমি যে রাজ্যের প্রতিনিধিত্ব করি সেই রাজ্য রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ক্ষুদিরাম বসুর ঐতিহ্য ভরা পবিত্র ভূমি। রাজ্যে যে পরিমাণে হিংসা, আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে তাতে আমার দম বন্ধ হয়ে আসছে। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই। তবে তিনি বাংলার মানুষের জন্য কাজ করতে চান বলে জানান। তারপরেই তার এই বক্তব্য নিয়ে BJP- যোগের জল্পনা তৈরি হয়। তবে কি তিনি এবার TMC-র অন্যান্য MP,MLA দের মত BJP-তে যোগ দিতে চলেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য সৈনিক দীনেশ ত্রিবেদী ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দুইবার সাংসদ হয়েছেন। তিনি রেলমন্ত্রীও হয়েছিলেন। লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে BJP প্রার্থী অর্জুন সিং এর কাছে তিনি হেরে যান। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করেন। দীনেশ ত্রিবেদী সাংসদ এবং তৃণমূল ছাড়ার প্রসঙ্গ নিয়ে ব্যারাকপুরের BJP MP অর্জুন সিং বলেন, ওকে বিজেপিতে স্বাগত। দীনেশ ত্রিবেদীর কথায়, দলে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। দমবন্ধ হয়ে আসছে।তাই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একদিন আগেই দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও পোস্ট করে তার প্রতি প্রশংসা জানিয়েছেন। তখন থেকেই চর্চা শুরু হয়েছিল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.