Rajib Ghosh– কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা ছিল। 30 ও 31 শে জানুয়ারি দুইদিন তার কর্মসূচি নির্ধারিত ছিল। কিন্তু তার রাজ্য সফর বাতিল করা হয়েছে। দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটার কারণে তার এই কর্মসূচি বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। এদিন সন্ধ্যাবেলায় ইজরায়েলের দূতাবাসের কাছেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণস্থল এর অদূরেই প্রধানমন্ত্রীর বাসভবন। বিস্ফোরণের ফলে বেশকিছু গাড়ির কাচ ভেঙে যায়। জীবন বা সম্পত্তি হানির খবর পাওয়া যায়নি। দিল্লি পুলিশ জানিয়েছে অল্প মাত্রায় বিস্ফোরণ হয়েছে। তবে গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ হওয়ার কারণে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন। রাজ্যে দুইদিনের কর্মসূচিতে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার এই সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছিল। TMC-র একাধিকMLA, নেতারা BJP-তে যোগদান করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। ঠাকুরনগরে অমিত শাহের যাওয়ার কথা ছিল তবে ডুমুর জলা Stadium-এর যোগদান মেলা হওয়ার কর্মসূচি ছিল সেটা হয়তো বাতিল করা হবে না। সেখানে BJP-র কোনো শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন। তবে অমিত শাহের এই সফরকে ঘিরে যেভাবে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছিল তার এই সফর বাতিল হওয়ায় সেই রাজনৈতিক উত্তাপ যেন অনেকটাই কমে গেল।