Rajib Ghosh– যাতে কৃষকদের কাছে সঠিক তথ্য না পৌঁছায় সেইজন্য বিরোধীরা পরিকল্পিতভাবে হট্টগোল করছেন। লোকসভায় বিরোধীদের হট্টগোল প্রসঙ্গে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষি আইনের প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী প্রতিবাদ জানাতে থাকেন। রীতিমতো হট্টগোল শুরু করেন বিরোধীরা। স্পিকার ওম বিড়লা হট্টগোল বন্ধ করতে বলেন। Modi সেই প্রসঙ্গে বলেন, বিরোধীদের এই হট্টগোল সুপরিকল্পিত কৌশল। তা না হলে সমস্ত সত্যিটা সকলের সামনে চলে আসবে এবং পুরো বিষয়টি তাদের পক্ষে কঠিন হবে। দেশের কোথাও মান্ডি বন্ধ হয়নি। কৃষি আইন তৈরি করার পরে ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে। কংগ্রেস দেশের ক্ষমতায় ছিল তাদের এমন অবস্থা রাজ্যসভায় কংগ্রেসের সাংসদরা একদিকে যান লোকসভায় কংগ্রেসের সাংসদরা অন্যদিকে যান। কংগ্রেস ওয়াকআউট করে। মোদি বলেন, কেন্দ্র চায় ভারতের কৃষকরা আত্মনির্ভর হোক। যেখানে তারা চাইবেন নিজের শস্য বিক্রি করতে পারবেন। উন্নয়নের জন্য কৃষকদের হাত ধরে এগিয়ে যেতে হবে। রাজ্য সভায় PM নরেন্দ্র মোদিকে কোনো বিরোধিতার মুখে পড়তে হয়নি। কিন্তু লোকসভায় বিরোধীদের হট্টগোলের মধ্যে পড়তে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।