নিজস্ব সংবাদদাতা: কলকাতা পুরসভায় চালু হল এনকামব্রান্স সার্টিফিকেট ব্যবস্থা। শনিবার কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম শুভ সূচনা করলেন এই অনলাইন সার্টিফিকেট ব্যবস্থার। এবার থেকে শহর কলকাতার যে কোনও প্রান্তে যে কোনও গৃহস্থ বাড়ি অথবা অফিসবাড়ির সম্পূর্ণ তথ্য পাওয়ার ক্ষেত্রে উপযোগী ভূমিকা নেবে এই অনলাইন সার্টিফিকেট ব্যবস্থা। ট্যাক্স বকেয়া আছে কিনা বা কোনও ধরনের কোর্ট কেস পেন্ডিং আছে কিনা সব তথ্য পাওয়া যাবে এই পদ্ধতিতে।
এমনকী লাইসেন্স পুনর্নবীকরণ হয়েছে কিনা সে তথ্যও থাকবে এনকামব্রান্স
সার্টিফিকেটে। নতুন সম্পত্তি কেনা-বেচার ক্ষেত্রে অথবা সম্পত্তি সংক্রান্ত নথি স্বচ্ছতার সঙ্গে হাতে পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করবে এই এনকামব্রান্স সার্টিফিকেট।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর কমিশনার বিনোদকুমার ও অন্যান্য পুর আধিকারিকরা।
অন্যদিকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর, রাজ্য সরকারের বিভিন্ন জনস্বার্থমূলক প্রকল্পের উপযোগিতার প্রশংসা করল প্রদেশ কংগ্রেস। এদিন এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, “এটা জেনে ভালো লাগছে যে দেরীতে হলেও রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্প গুলির প্রশংসা আদপে রাজ্য সরকারের সদর্থক ভূমিকাকেই তুলে ধরেছে। তবে এই প্রশংসা আগামী দিনে নতুন সমীকরণ সৃষ্টি করবে কিনা সে বিষয়ে অবশ্য নীরাবতায় জিইয়ে রাখলেন পুর প্রশাসক।