বিজেপি যাকে এখানে প্রার্থী করেছে তিনি আমাদের কাছে টিকিট চেয়েছিলেন। যেহেতু তিনি কলকাতায় থাকেন তাই তাকে টিকিট দিইনি। তারপরে বিজেপিতে গিয়েছেন। এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রায়দিঘি তে দলীয় সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি রায়দিঘির বিজেপি প্রার্থী শান্তনু বাপুলি তৃণমূলের কাছ থেকে টিকিট চেয়ে ছিলেন বলে জানান। এর আগে দুইবার এর বিধায়ক ছিলেন দেবশ্রী রায়। তিনি কলকাতাতেই থাকতেন এবং থাকেন। মমতা বলেন, দেবশ্রীকে নিয়ে ক্ষোভ ছিল। তাই এবার ওকে টিকিট দিইনি। তবে কলকাতায় থাকার জন্য শান্তনু বাপুলিকে টিকিট দেওয়া হয়নি। তার এই বক্তব্য নিয়ে অনেকে বলছেন অভিনেতা সোহম চট্টোপাধ্যায় জুন মালিয়া কৌশানী মুখোপাধ্যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকেই যারা কলকাতায় থাকেন তাদের বিভিন্ন জায়গায় প্রার্থী করা হয়েছে। এদিনের সভায় থেকে তিনি আব্বাস সিদ্দিকীর সমালোচনা করেছেন। মমতা বলেন, হায়দ্রাবাদ থেকে বিজেপির বন্ধু এসেছে। তার সঙ্গে নিয়েছে ফুরফুরার এক চ‍্যাংড়াকে। ওরা কয়েক কোটি টাকা খরচ করে এখানে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করছে। ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। সংযুক্ত মোর্চার ব্যানারে আব্বাস সিদ্দিকী যেসব সভা করছেন সেখানে সংখ্যালঘুদের ভিড় দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ধোকা দিয়েছেন। মুসলিমরা শিক্ষায় কর্মসংস্থানে পিছিয়ে পড়েছে বলে আব্বাস বলছেন। সংখ্যালঘু ভোটের অধিকাংশ তৃণমূলের পক্ষে যায়। তাই নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকী দের নিয়ে সমালোচনা করেছেন । সংখ্যালঘুদের ভোট ধরে রাখার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।