নিজস্ব সংবাদদাতা: পুলিশি হেফাজতে থাকা শ্যামা প্রসাদ মুখার্জীর সাথে সাক্ষাত করতে থানায় এলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
“রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার শ্যাম মুখার্জী”, দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। পৌরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে পুলিশী হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন পৌর প্রধান শ্যামাপ্রসাদ মুখার্জীর সঙ্গে দেখা করতে বুধবার বিষ্ণুপুর থানায় আসেন সৌমিত্র খাঁ। তাঁর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তিনি উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, “শ্যাম বাবুর সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। ২০১১ সালে ওনার সহযোগীতায় এম.এল.এ হয়েছিলাম”।
একই সঙ্গে ওনার ‘শরীরের অবস্থা খুব খারাপ’ জানিয়ে বলেন, “উনি ‘পলিটিক্যালি হ্যাকেল’ হয়েছেন। এভাবে একজন ‘সিনিয়র সিটিজেন’কে গ্রেফতার না করে নোটিশ করে তদন্ত করলেই ভালো হত”। যেভাবে ‘নির্যাতন’ করা হচ্ছে তা মেনে নেওয়া যায়না বলেও তিনি দাবি করেন।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে সৌমিত্র খাঁ বলেন, “উনি তো তৃণমূলেই আছেন। নিজের মুখেও সেকথা স্বীকার করেছেন”। এছাড়াও আইনী লড়াইতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তিনি সহযোগীতা করবেন বলেও সৌমিত্র খাঁ স্পষ্ট জানিয়ে দেন।
এদিন দুপুর ১২ টা ৪৫ নাগাদ বিষ্ণুপুর থানায় এসে পৌঁছান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। থানার মধ্যে প্রায় ২০ মিনিট ছিলেন তিনি। এর মধ্যেই তিনি পুলিশী হেফাজতে থাকা শ্যামাপ্রসাদ মুখার্জীর সঙ্গে দেখা করেছেন ও কথা বলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
শ্যাম মুখার্জীর সঙ্গে বিজেপি সাংসদের দেখা করা নিয়ে তৈরী হয়েছে জল্পনা। এই সাক্ষাৎকার শুধুই ‘সৌজন্যমূলক’ নাকি এর পিছনে কোন কারণ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
Nice and useful information.
nice
Thanks for sharing your post
Wow Very Nice blog post!
Wow Very Nice blog post! Your site has given the best information from your articles
good